পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব রিপোর্ট : নীরব বিপ্লব ঘটালো আমেরিকার শ্বেতাঙ্গরা। মিডিয়াসহ বাঘা বাঘা প্রতিষ্ঠানের জরিপকে মিথ্যা প্রমাণ করার নেপথ্যেও এই শ্বেতাঙ্গরাই। জরিপে তারা অংশ নিলেও সেভাবে ট্রাম্পের পক্ষে সমর্থন জানায়নি। অথচ একচেটিয়া ভোট দিয়েছে রিপাবলিকান প্রার্থ ট্রাম্পকেই। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ট্রাম্পকে বেশি সংখ্যায় সমর্থন দিয়ে আসছিল আমেরিকার শ্বেতাঙ্গ বর্ণবাদীরাÑ যারা শ্বেতাঙ্গদের সর্বোত্তম জাতি মনে করে। এ কারণেই সকল জরিপকে মিথ্যা প্রমাণ করে ট্রাম্পের বিজয়ে হতবাক হয়েছে বিশ্ববাসী। ২০০৮ সালের নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েছিলেন বারাক ওবামা। আর এবার সংখ্যালঘু শেতাঙ্গদের প্রতিনিধিত্বকারী ট্রাম্প গড়লেন আরেক ইতিহাস।
আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানতেন শ্বেতাঙ্গরা তার সাথে আছে। সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গরা তার বিপক্ষে। এজন্য তিনি কৃষ্ণাঙ্গদের ভোট পেতে নতুন কৌশল হাতে নেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে তিনি বলেছেন, তাদের হারানোর কিছু নেই। ট্রাম্পের মতে, দীর্ঘদিন আমেরিকার কৃষ্ণাঙ্গরা ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিয়ে কিছুই পায়নি। তারা দারিদ্র্যের মধ্যেই জীবন কাটাচ্ছে। তাদের স্কুলগুলোও ভালো নয়। আমেরিকায় তাদের অর্থনৈতিক অবস্থা এখনো শূন্যই। মিশিগানে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প কৃষ্ণাঙ্গদের কাছে তৃতীয়বারের মতো ভোট চেয়ে বলেন, আপনারা যদি একই লোকদের (ডেমোক্র্যাট) ভোট দেন, তাহলে তো আগামীতে একই ফল পাবেন।
সিবিএস এক জরিপে বলা হয়, ট্রাম্প শ্বেতাঙ্গ পুরুষ ও শ্বেতাঙ্গদের মধ্যে যাদের কলেজ ডিগ্রি নেই, তাদের এবং বয়োজ্যেষ্ঠদের কাছে বেশি জনপ্রিয়। অন্যদিকে, হিলারি নারী, আফ্রিকান-আমেরিকানস ও তরুণ ভোটারদের কাছে বেশি জনপ্রিয়।
এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, আমেরিকার কৃষ্ণাঙ্গরা চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। তাদের ডেমোক্র্যাটরা কৃষ্ণাঙ্গদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যর্থ হয়েছে। তাই নির্বাচিত হলে তিনি কৃষ্ণাঙ্গদের ভালো অবস্থায় নিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। কৌশলে কৃষ্ণাঙ্গদের পক্ষ নিলেই নির্বাচনে ট্রাম্পকে জিতিয়েছে শ্বেতাঙ্গরাই। তাদের নীরব বিপ্লবে জয়ী হয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই বিজয়কে তাই বলা হচ্ছে, হোয়াইট রেভ্যুলেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।