Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমর্থকদের কাছেও চমক ট্রাম্পের জয়

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা আনন্দে ভাসছেন। চিৎকার করে বলছেন, ‘যুক্তরাষ্ট্র আবার শ্রেষ্ঠ হোক।’ রাতভর উৎসবে মেতেছেন সমর্থকেরা। ‘যুক্তরাষ্ট্র’, ‘যুক্তরাষ্ট্র’ বলে চিৎকার করে যাচ্ছেন। বিজয়োৎসবে আসা অনেক সমর্থক স্বীকার করেন, তারাও কল্পনা করেননি ট্রাম্প জিতবেন। এটি তাদের কাছেও চমক।
সিএনএনের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২৮৮ ইলেকটোরাল কলেজ ভোট। আর হিলারি পেলেন ২১৫টি ইলেকটোরাল কলেজ ভোট। সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০ ভোট। জয়ের আনন্দে সেজেছেন অ্যালিজা রোমানওফ। বললেন, তারা খুবই রোমাঞ্চিত। ট্রাম্পের পরিবারকে তারা অনেক দিন থেকেই চেনেন। সবার সঙ্গে তারা এই জয় উদ্যাপন করছেন।
এএফপির খবরে জানানো হয়, ম্যানহাটন হোটেলের বলরুমে রিপাবলিকান পার্টির সদস্যরা বিজয়োৎসব করছেন। তবে প্রথম দিকে তারা কিছুটা হতাশার মধ্যে ছিলেন। একের পর অঙ্গরাজ্যে ট্রাম্প জিততে শুরু করলে তারাও চাঙা হয়ে ওঠেন।
নির্বাচনের ফলাফল আসতে থাকার সঙ্গে সঙ্গে রিপাবলিকান পার্টির সমর্থকদের ভিড় বাড়তে থাকে। উল্লসিত সমর্থকদের অনেকে স্বীকার করেন, তারা কল্পনাও করেননি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি পিছিয়ে পড়বেন। নিউইয়র্কের টেলিকমিউনিকেশন কর্মকর্তা গ্লেন রুটি বলেন, ‘এটা অবিশ্বাস্য! আমি ভাবতে পারিনি ট্রাম্প জিতে যাবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সমর্থক ফোন করে জানান, তিনি ভাবতেও পারেননি ট্রাম্প জিতবেন। ট্রাম্পের জয়ে উল্লসিত সমর্থকদের একটা বড় অংশ শ্বেতাঙ্গ। তবে তার সমর্থকদের আনন্দমিছিলে রয়েছেন এশীয় আমেরিকান, আফ্রিকান আমেরিকান ও হিস্পানিক আমেরিকানরা। বাল্টিমোর থেকে আসা জেস সিং বলেন, তারা খুবই আনন্দিত। তারা এমন উৎসব করবেন, যা আগে কেউ দেখেনি। লাল পোশাক, টুপি পরে ও মার্কিন পতাকা হাতে অনেক নারী যোগ দিয়েছেন ট্রাম্পের বিজয় মিছিলে। ফক্স নিউজে ট্রাম্পের বিজয় অনুষ্ঠান, হাততালি ও আনন্দের ছবি প্রচার করা হচ্ছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমর্থকদের কাছেও চমক ট্রাম্পের জয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ