Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে বাংলাদেশ -মিয়ানমার

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য, কৃষি, খাদ্য, মৎস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় দেশ। গতকাল বুধবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ট্রেড কমিশনের ৮ম সভায় এসব খাতে বিনিয়োগ বাড়াতে একমত হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।
সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ১০ কোটি ডলার।
জয়েন্ট ট্রেড কমিশনের এ সভায় কৃষি গবেষণা এবং মৎস্য খাতে সহযোগিতার জন্য দুটি জয়েন্ট ওয়ার্কিং গ্রæপ গঠনের সিদ্ধান্ত হয়। সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- সীমান্ত বাণিজ্য, কৃষি, খাদ্য, মৎস্য, বিদ্যুৎ ও খনিজসম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা; জাহাজ চলাচল চুক্তি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, বাণিজ্যমেলায় অংশগ্রহণ, এলসির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য জনপ্রিয়করণ, প্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় কিছু পণ্যের শুল্ক হ্রাস করা যায় কি না তা পরীক্ষা করা, দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চূড়ান্তকরণ ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে বাংলাদেশ -মিয়ানমার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ