পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আশাশুনিতে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত বাজার সংযোগ কার্যক্রমের ওপর উপজেলা সামপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জি এম এ গফুর, কৃষিব্যাংক শাখা ব্যবস্থাপক আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হকের সঞ্চালনায় কর্মশালায় আইপিএম ক্লাব প্রতিনিধি অঞ্জলী রানী ও সুবোধ কুমার মÐল বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।