Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহরে ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে এক কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তাদের শহরের হাউজিং এলাকার বাসায় এ ঘটনা ঘটে বলে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান।
আহত কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আলী ইসা (৫২) ও বেসরকারী কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানমকে (৪৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আলী ইসা বলেন, রাত সাড়ে ৩টার দিকে তার বাড়িতে ৪/৫ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে। কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন রড দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে।
‘তাকে বাধা দেয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় স্ত্রী সামসুন্নাহার এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে।’
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
ওসি শাহাবুদ্দিন বলেন, “সুযোগ থাকার পরও দুর্বৃত্তরা ঘর থেকে কোনো জিনিসপত্র নেয়নি। পূর্ব শত্রুতার জেরে তারা হামলা করেছে বলে ধারণা করছি।”
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, কলেজ শিক্ষক দম্পতির হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়ায় ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ