পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) প্রধান কার্যালয়স্থ লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে গত ৭ নভেম্বর প্রবেশনারি অফিসার পরিচিতি অনুষ্ঠান আয়োজিত হয়। ইউসিবি’র চেয়ারম্যান এম এ সবুর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদ্য নিয়োগকৃত প্রবেশনারি অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি এবং লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল আলী আহাদসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। প্রবেশনারি অফিসার পরিচিতি অনুষ্ঠানে মূলত ব্যাংকের বিভিন্ন কার্যক্রম স¤পর্কে প্রবেশনারি অফিসারদের অবহিত করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ সংশ্লিষ্ট বিভাগের কর্মকাÐ স¤পর্কে সংক্ষেপে আলোচনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।