পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
খুলনা ব্যুরো : মংলা বন্দরে নতুন কোনো পণ্য চালান আমদানি হচ্ছে না হতাশা ব্যক্ত করে, মংলা কাস্টমস কমিশনারের প্রত্যাহার এবং সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবিতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন খুলনাঞ্চলের আমদানিকারক ও ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেছেন বক্তারা। সাতদিনের আল্টিমেটাম শেষে আগামী ১৬ নভেম্বরের পর থেকে কর্মবিরতি, মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব মো: সাইফুল ইসলাম মংলা কাস্টম হাউসে দৈনন্দিন কাজে বহুমুখী সমস্যার বর্ণনা দেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ মোসতাহেদ আলী। উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সভাপতি মো: সুলতান হোসেন খান, বাংলাদেশ শিপিং এজেন্টস এ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান ও মংলা বন্দর মাস্টার স্টিভিডরস এ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, খুলনা বিভাগীয় অভ্যন্তর নৌ-পরিবহন মালিক গ্রæপের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।