Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী অর্থায়নে চন্দ্রঘোনায় নতুন পেপার মিল

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া : দৈনিক ১ হাজার টন কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সউদী সরকারের অর্থায়নে চন্দ্রঘোনায় আরো একটি নতুন পেপার মিল স্থাপিত হতে যাচ্ছে। নতুন কাগজ কল স্থাপনে দৈনিক ১ হাজার টন সমান বছরে ৩ লাখ টন কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সউদী আরবের বিখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান আলরাজি গ্রæপ ২ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগের সম্মত হয়েছে। উৎপাদিত কাগজের শতকরা ৩৯% বাংলাদেশ এবং ৬১% সউদী আল রাজি গ্রæপের সাথে চুক্তিবদ্ধ হয় বলে মিল সূত্রে জানা গেছে। সম্পূর্ণ দেশীয় কাঁচামালের মাধ্যমে কাগজ উৎপাদন করা হবে। শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসি এবং আল রাজি গ্রæপের মধ্যে গত ২০ অক্টোবর একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্বাক্ষর হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে বিসিআইসির পক্ষে সংস্থার সচিব হাসনাত আহম্মেদ চৌধুরী এবং সউদী আরবের মেসার্স আল রাজি কোম্পানী ফর ইন্ডাষ্ট্রি অ্যান্ড ট্রেড এর পক্ষে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইউসিফ আল রাজি স্বাক্ষর করেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া এনডিসি, সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীসহ শিল্প মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি অর্থ বছরে ১-৩ মার্চ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সউদী আরব সফরকালে সেদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. তাওফিগ ফাওজান আল আরাবিয়াহ এবং সউদী বিনিয়োগকারীদের সাথে দীর্ঘ বৈঠক করেন। এসময় কাগজসহ উদীয়মান শিল্পখাতগুলোতে বিনিয়োগের সউদী উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সউদী আরব সফরকালে জেদ্দা চেম্বার অব কমার্স আয়োজিত এক সভায় সউদী উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।
এ প্রেক্ষিতে আল রাজি গ্রæপের পক্ষ থেকে বিসিআইসি আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) সংলগ্ন কারখানা নিজস্ব জমিতে ৩৬০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টসহ বার্ষিক ৩ লক্ষ টন কাগজ উৎপাদন ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির একটি কাগজ কারখানা স্থাপন করা হবে। বিদ্যুৎ কারখানায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে।
সূত্র জানায়, পুরাতন কাগজ কলের পাশে নতুন কাগজকল স্থাপনের মাধ্যমে প্রাথমিক কাজ শুরু করা হবে। নতুন মিল স্থাপন না হওয়া পর্যন্ত পুরাতন যন্ত্রপাতি দিয়ে কেপিএমের উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। নতুন মিল স্থাপিত হওয়ার পর পুরাতন মিলটি সরিয়ে ফেলা হবে। নতুন কাগজ কল চালু হলে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
১৯৫১ সালে পাকিস্তান ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশের অধীনে ৬৭.৫৭ মিলিয়ন রুপি ব্যয়ে চন্দ্রঘোনায় প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে পূর্ব পাকিস্তানে ৩১টি হাতে তৈরি কাগজের এন্টারপ্রাইজ এবং ১শ’ ২২ জন শ্রমিকসহ একটি কার্বন কাগজ তৈরির ইউনিট ছিল। এ সকল প্রতিষ্ঠানে কাজ করত ৫৫ জন পুরুষ, ৫১ জন মহিলা ও ১৬ জন শিশুশ্রমিক। কর্ণফুলী পেপার মিলটি শিল্প আইনের অধীনে নিবন্ধিত প্রথম কাগজশিল্প যা ত্রিশ হাজার শ্রমিক নিয়ে এশিয়ার সর্ববৃহৎ কাগজ-কল হিসেবে প্রতিষ্ঠিত হয়।
মিলটি আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, সুইডেন, ইতালির সহযোগিতা ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় স্থাপিত হয়। বাৎসরিক ৩০ হাজার টন ধারণক্ষমতা নিয়ে ১৯৫৩ সালে মিলটিতে উৎপাদন শুরু হয়। মিলটি প্রতিষ্ঠিত হওয়ার অল্প কয়েক বছরের মধ্যে এর ধারণক্ষমতা হ্রাস পায়। পরবর্তী সময়ে মিলটি পাকিস্তানের দাউদ গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজের নিকট ভর্তুকি মূল্যে খুবই স্বল্পমূল্যে বিক্রয় করা হয়। ১৯৬৪ সালে পাকিস্তানের দাউদ গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজ মিলটির সুষম আধুনিকায়ন ও যৌক্তিক উৎপাদনের লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ করে।
চন্দ্রঘোনায় প্রাকৃতিক উৎস থেকে কাঁচামাল প্রাপ্তির অপার সম্ভাবনা এবং কর্ণফুলী নদী পথে ভারী যন্ত্রপাতি কাঁচামাল পরিবহন সুবিধা থাকায় কর্ণফুলী কাগজ কল স্থাপন করে। প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য চট্টগ্রামের বিশাল এলাকা কর্ণফুলী কাগজ কলের অধিভুক্ত অঞ্চল ঘোষনা করে। প্রকৃতিক উৎস থেকে কাঁচামাল প্রাপ্তি ও পরিবহন সহজ হওয়ায় কয়েক বছরের ব্যবধানে কাগজ কলটি লাভ করতে শুরু করে। এ মিলের লভাংশ দিয়ে কয়েক বছরের ব্যবধানে কর্ণফুলী রেয়ন এন্ড কেমিক্যালস লি: প্রতিষ্ঠা করে। এর ধারাবাহিকতায় ২০০০ সাল পর্যন্ত মিলটি পর্যায়ক্রমে লাভের ধারাবাহিকতা অব্যাহত রাখে।
২০০১ সাল থেকে কর্ণফুলী কাগজকল কর্তৃপক্ষের অনিয়ম, অবহেলা, অব্যবস্থাপনা, দুর্নীতি ও দুর্বল প্রশাসনের কারণে ক্রমায়ন্বয়ে লোকসানে পরিণত হয়। মিলে বর্তমানে লোকসানের পরিমাণ প্রায় ৩শ’ কোটি টাকা বলে মিল সূত্রে জানা গেছে। কারখানায় আর্থিক ও কাঁচামাল সংকটের কারণে দিনে এনে দিনে খায় অবস্থা বিরাজ করছে। এ ধারা অব্যাহত থাকলে যে কোন সময় কর্ণফুলী পেপার মিলস লি: (কেপিএম) বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যে এই লোকাসানী প্রতিষ্ঠানটি বিসিআইসির কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়। সরকার শত চেষ্টা করেও মিল কর্তৃপক্ষ বিসিআইসির কাছ থেকে প্রতিশ্রæতি পেলেও মিলটি ঘুরে দাঁড়ানোর জন্য কোন সহযোগিতা পাচ্ছে না বলে মেহনতি শ্রমিক কর্মচারীরা জানান।
২০১২ সাল থেকে ২০১৬ পর্যন্ত প্রায় ২শ’ শ্রমিক অবসরে গেলেও তাদের গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পায়নি বলে জানা গেছে। শুধুমাত্র কাঁচামাল সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো এফআরএম বিভাগের কাছে পাওনা রয়েছে প্রায় ৪০ কোটি টাকা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউটর কোম্পানী লিমিটেড মিলের নিকট প্রায় ৫০ কোটি পাওনা আছে। মিলের চুন, লবণ, কষ্টিক সোডা, ট্যালকম পাউডার, চুনা পাথর, ক্লোরিং গ্যাস সরবারহকারী প্রতিষ্ঠান সমূহ প্রায় ৩০ কোটি টাকা পাওনা রয়েছে। সব মিলিয়ে মিলের অবস্থা খুবই করুণ। বিসিআইসি’র রুগ্ন প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার জন্য মেহনতি শ্রমিকরা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ দিনের পুরানো জরাজীর্ণ প্রতিষ্ঠানটি নতুন ভাবে উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চরম ভাবে হিমশিম খাচ্ছে।
কর্ণফুলী পেপার মিল লিমিটেড-এর মহা ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রাকৃতিক উৎস থেকে কাঁচামাল (বাঁশ-নরম কাঠ) দিয়ে উৎপাদিত কাগজ মান খুবই উন্নত এবং টেকসই। যা বেসরকারী কোন প্রতিষ্ঠান-এর সক্ষমতা অর্জন করতে পারেনি। কেপিএমের জরাজীর্ণ স্থাপনা ভেঙ্গে তৎস্থলে নতুন আঙ্গিকে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে নতুন কাগজকল নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, নতুন কাগজকল নির্মিত হলে দৈনিক গড়ে ১ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা হিসেবে বাৎসরিক ৩ লক্ষ মেট্রিক টন কাগজ উৎপাদন করা সম্ভাবনা রয়েছে। যদি উৎপাদনের স্বাভাবিক রাখা যায় তাহলে বছরে শত কোটি টাকা মিল লাভের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সউদী সরকারের প্রতিষ্ঠান আলরাজি গ্রæপ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পার্বত্য এলাকায় প্রকৃতিক কাঁচামালের উৎস স্থল পরিদর্শন করেন।
দ্বি-পক্ষীয় বৈঠকে কর্ণফুলী পেপার মিল লিমিটেডের কাঁচামাল সরবরাহকারী ঠিকাদারদের প্রতিনিধি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. জমির আহমদ উপস্থিত ছিলেন। তিনি জানান, কাঁচামাল প্রাপ্তি বিষয়ে মতামত নেয়া হয়। বিভিন্ন কাঁচামাল সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে মিল কর্তৃপক্ষ যথাসময় বিল পরিশোধ করতে পারলে কাঁচামালের সংকট হওয়ার কোন আশংকা নেই। পার্বত্য এলাকায় কাগজ উৎপাদনের প্রধান সহায়ক বাঁশ এবং নরম কাঠের প্রচুর মজুদ রয়েছে বলে সউদী আল রাজি গ্রæপকে অবহিত করেন।
মিলের মহা ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনোয়ার হোসেন আরো বলেন, গত ১৯ অক্টোবর সউদী আল রাজি গ্রæপের একটি প্রতিনিধি দল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেন। ২০ অক্টোবর বাংলাদেশ সরকার এবং সউদী আল রাজি গ্রæপের মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী অর্থায়নে চন্দ্রঘোনায় নতুন পেপার মিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ