Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আকস্মিক ৫০০ ও ১ হাজার টাকার নোট নিষিদ্ধ

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
গতকাল মাঝরাত থেকেই সমগ্র ভারতে ৫০০ ও ১০০০ টাকার নগদ লেনদেন বন্ধ হয়ে গেছে। গতকাল জাতির উদ্দেশে এক ভাষণে সরকারের এই নজিরবিহীন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১০ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলে নিতে হবে। তবে, সমস্যা যেটা একদিনে ২০০০ টাকার বেশি তোলা যাবে না।
যারা নির্ধারিত এই সময়ের মধ্যে টাকা বদলাতে পারবেন না, ২০১৭-র ৩১ মার্চের মধ্যে তাদের রিজার্ভ ব্যাংকের নির্ধারিত কোনও কেন্দ্রে গিয়ে ডিক্লারেশন দিয়ে টাকা বদলাতে হবে।
তবে, আজ বুধবার যে কেউ ব্যাংকে গিয়ে টাকা বদলে নেবে, সেই উপায় থাকছে না। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। আজ ও কাল এ দু’দিন এটিএমও বন্ধ রাখা হচ্ছে। ফলে, কয়েক ঘণ্টার নোটিশে কেন্দ্রের এই ঘোষণায় বিপাকে পড়েছেন দেশটির সাধারণ নাগরিকরা।
নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিভিন্ন সরকারি হাসপাতাল, পেট্রোল পাম্প ও রেলওয়ে রিজার্ভেশনের ক্ষেত্রে ৭২ ঘণ্টা অর্থাৎ ১১ নভেম্বর পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। এর মধ্যে পুরনো নোটে লেনদেন করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মোদী। তার আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিভিন্ন বাহিনীর সঙ্গেও তিনি কথা বলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, সীমান্তপারের শত্রুরা জাল টাকা ছড়িয়ে অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে। জালনোট ছাড়াও কালোটাকা ও দুর্নীতির নেতিবাচক প্রভাব ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।
মোদীর আশ্বাস, ‘আপনার টাকা আপনারই থাকবে। এ বিষয়ে সরকার আপনাকে আশ্বস্ত করছে’। তিনি জানান, রাষ্ট্রের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
পরে কেন্দ্রীয় রাজস্ব সচিব সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, খুব শিগগিরই বাজারে ৫০০ ও ১ হাজার টাকার নতুন নোট আসছে। ৫০০ টাকার নোটে থাকবে লাল কেল্লার ছবি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে আকস্মিক ৫০০ ও ১ হাজার টাকার নোট নিষিদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ