Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ নিয়ে কোনো অঘটন ঘটতে দেবো না ঃ ধর্মমন্ত্রী

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হাবের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
যদি প্রধানমন্ত্রী হাজীদের খেদমতে আমার দায়িত্ব বহাল রাখেন তাহলে আগামীতে হজ নিয়ে কোনো অঘটন ঘটতে দেবো না। ডিজিটাল হজ ব্যবস্থাপনার মাঝেও কি করে গত হজে ৭শ’ ৫১জন হাজী বিনা রেজিস্ট্রেশনে হজে পাঠানো হয়েছে তার রহস্য উদ্ঘাটন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার সাথে সাথে বিনা রেজিস্ট্রেশনে হাজী পাঠানোর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। গতকাল মঙ্গলবার রাতে বেইলী রোডস্থ অফিসার্স ক্লাব মিলনায়তনে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত হজ ২০১৬ সার্বিক মূল্যায়ন, ২০১৭ হজ ব্যবস্থাপনা সাফল্যের লক্ষ্যে আলোচনা, সম্বর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একথা বলেন। হাবের সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম বাহারের সভাপতিত্বে ও সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদারের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, ধর্ম সচিব মো: আব্দুল জলিল, হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক ও হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ, যুগ্ম-সচিব মো: হাফিজুর রহমান, সউদী দূতাবাসের ইসলামিক ও অর্থনৈতিক অ্যাফেয়ার্সের এ্যাটাচি ড. মাহদি দাফের আল-মুজিবাহ , ধর্মমন্ত্রীর পিএস ড. আবুল কালাম আজাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) সৈয়দ আহসান হোসাইন কাজী, পরিচালক হজ ড. আবু সালেহ মোস্তফা কামাল, হাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল, হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামান, হাবের সাবেক মহাসচিব আলহাজ এম এ রশিদ শাহ সম্রাট ও হাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি গোলাম ফারুক।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ২০১৬ সালের হজ সুষ্ঠু ও সুন্দর হওয়ায় সউদী বাদশাহ সালমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী হজকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। গত বছর প্রায় ৪০ হাজার হজযাত্রী নিবন্ধন করে কোটার অভাবে হজে যেতে পারেননি। তাদেরকে সিরিয়াল অনুযায়ী হজে পাঠানো হবে। ধর্মমন্ত্রী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কাছে হজ এজেন্সিগুলোর জমাকৃত বকেয়া পাওনাদি আগামী দুই মাসের মধ্যে পরিশোধ করা হবে। হজযাত্রী পরিবহন সংক্রান্ত ভোগান্তির কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘থার্ড ক্যারিয়ার চালুর জন্য সবার চাইতে আমি বেশি ইন্টারেস্টেড’। আগামীতে তিনি হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালুর উপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে হাব সভাপতি ইব্রাহিম বাহার ধর্ম মন্ত্রণালয়ের কাছে হজ এজেন্সিগুলোর দীর্ঘদিনের বকেয়া পাওনা কোটি কোটি টাকা অবিলম্বে পরিশোধের জোর দাবি জানান। হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ ২০১৬ সালের হজ মওসুমে হজ নিয়ে নানা কেলেঙ্কারির জন্য হজ অফিসের পরিচালক হজ ড. আবু সালেহ মোস্তাফা কামালের অনতিবিলম্বে অপসারণের জোর দাবি উত্থাপন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ নিয়ে কোনো অঘটন ঘটতে দেবো না ঃ ধর্মমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ