পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বগুড়ায় এক ইউপি নারী মেম্বারকে যৌন নিপীড়নের অভিযোগে দুই পুরুষ ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- বগুড়া সদরের নামুুজা ইউনিয়নের পরিষদের সদস্য রুবেল মিয়া ও বজলুর রশিদ। গত সোমবার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।
জানা যায়, গত ১৩ মার্চ বিকালে নামুজা ইউপি পরিষদের হম রুমে টিসিবির কার্ড নিয়ে মেম্বারদের আলোচনা চলছিল। আলোচনা সন্ধ্যার আগেই শেষ করে অন্য সদস্যরা চলে গেলেও রুবেল মিয়া ও বজলুর রশিদ সেখানে বসে ছিলেন। এসময় রুবেল মিয়া ঐ নারী ইউপি সদস্যকে হল রুমে ডেকে নেন এবং তাকে মার্কেট করার জন্য টাকার প্রলোভন দিয়ে যৌন নিপীড়ন চালায়। সে সময় ওই নারী মেম্বার চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।
পরের দিন সোমবার রাতে ওই নারী থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই দুই মেম্বারকে গ্রেফতার করে। ওসি সেলিম রেজা জানান, গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।