Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিমেল হাওয়ায় ও হালকা কুয়াশায় শীতের আগমনী

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শফিউল আলম : উত্তরে হিমেল হাওয়া ও সেই সাথে কোনো কোনো জনপদে হালকা কুয়াশায় শীতের আগমনী শুরু হয়ে গেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নি¤œচাপটি গত শনিবার ও রোববার যথাক্রমে সীতাকু- ও রাঙ্গামাটির উপর দিয়ে অতিক্রম করে দুর্বল হয়ে পুরোপুরি কেটে গেছে। এরপরই কার্তিকের শেষ প্রান্তে তথা মধ্য হেমন্ত ঋতুতে শীতের পদধ্বনি শুরু হয়েছে। গ্রামের জনপদে অনেক জায়গায় ভোরে হালকা কুয়াশাপাত হচ্ছে। গ্রামাঞ্চলে যেসব জায়গায় খেজুর গাছ রয়েছে সেখানে ‘গাছি’রা রস সংগ্রহের পূর্ব-প্রস্তুতি হিসবে কিছু কিছু খেজুর গাছ কাটতে-ছিলতে শুরু করে দিয়েছে। তবে খেজুরের রস সংগ্রহের পালা শুরু হবে ডিসেম্বরের দিকে পুরোদমে শীত এসে গেলে।
আবহাওয়া বিশেষজ্ঞ সূত্র জানায়, চলতি নভেম্বরের মধ্যভাগ থেকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। তবে সাগরে পূর্বাভাস অনুযায়ী কোনো লঘুচাপ-নি¤œচাপ সৃষ্টি হলে সে ক্ষেত্রে হঠাৎ করে আবহাওয়া ফের তেঁতে উঠতে পারে। এ মাসে সাগরে একাধিক নি¤œচাপ ও সেখান থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এমনটি দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে দিন ও রাতের তাপমাত্রাও কমে আসছে ক্রমান্বয়ে। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩১.৬ ডিগ্রি সে.। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৩০.২ ও ২০.৬ ডিগ্রি সে.।
আবহাওয়া দপ্তর জানায়, রাঙ্গামাটি ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিমেল হাওয়ায় ও হালকা কুয়াশায় শীতের আগমনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ