Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারির জয় কি এখন সময়ের অপেক্ষা?

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ই-মেইল বিতর্কে এফবিআই-এর ক্লিনচিট পাওয়ার পর হিলারি ক্লিন্টনের পথে আর কোনো কাঁটা নেই। এমনটাই মনে করছেন ডেমোক্র্যাটরা। দুশ’ সত্তরটি ইলেক্ট্ররাল কলেজের ম্যাজিক ফিগার অনায়াসেই টপকে যাওয়ার বিষয়ে আশাবাদী তারা। সাম্প্রতিক জনমত সমীক্ষা বলছে, প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের থেকে জনপ্রিয়তায় চার শতাংশ এগিয়ে রয়েছেন হিলারি। আমেরিকার ব্যাটেলগ্রাউন্ট স্টেটগুলোতে এগিয়ে যেতে এই সমর্থন কাজে আসবে হিলারির।
আনুগত্যের ভিত্তিতে ইতিমধ্যেই দুই শিবিরে বিভক্ত আমেরিকা। পঞ্চাশটি স্টেট ও ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া নিয়ে তৈরি আমেরিকা। তার মধ্যে বিয়াল্লিশটি স্টেটই ঠিক করে নিয়েছে কে কোথায় ভোট দেবে। পাঁচশ’ আটত্রিশটির মধ্যে চারশ’ আঠারোটি ইলেক্ট্ররাল কলেজের ভবিতব্য স্থির হয়ে আছে। হিলারি পাচ্ছেন দুশ’ সাতচল্লিশটি। ট্রাম্প পাচ্ছেন একশ’ একানব্বইটি। লড়াই নয়টি স্টেটের পরে থাকা একশ’ কুড়িটি ইলেক্ট্ররাল কলেজ দখল নিয়ে। সূত্র : জি নিউজ।
এফবিআইয়ের নিন্দায় হলিউডের মুভি মুঘল
হিলারি ক্লিনটনের নতুন ই-মেইল তদন্তকে ঘিরে এফবিআইয়ের আচরণের সমালোচনা করেছেন হলিউডের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন জেফরি কাৎজেনবার্গ। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই আচরণকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে এসে এফবিআইয়ের পরিচালক জেমস কোমি জানান, হিলারির আলোচিত নতুন ই-মেইলের মধ্যে অপরাধমূলক কোনো কর্মকা-ের প্রমাণ মেলেনি। এর আগে তিনি হিলারির নতুন গুরুত্বপূর্ণ ই-মেইল নিয়ে তদন্ত চলছে বলে ঘোষণা দেন। ডিজনি স্টুডিওর সাবেক প্রধান ও ড্রিম ওয়ার্কসের সহপ্রতিষ্ঠাতা জেফরি কাৎজেনবার্গ হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডের লালগালিচায় গত রোববার ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে হিলারির নতুন ই-মেইল আবিষ্কারের তথ্য প্রচার করে এফবিআই। নির্বাচনের দু’দিন বাকি থাকতেই তারা আবার বলে, ই-মেইলে অপরাধমূলক কিছুই পাওয়া যায়নি। কাৎজেনবার্গ প্রশ্ন তুলে বলেন, ‘এটি কি ভাঁওতাবাজি?’
কাৎজেনবার্গ বলেন, নির্বাচনী প্রচারের সময় হিলারির বিরুদ্ধে এফবিআইয়ের এ ধরনের আচরণকে অসম্মানজনক বললেও কম বলা হয়। এফবিআইয়ের এই আচরণকে বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি। বলেন, এখন মনে হচ্ছে, আদৌ হিলারির ই-মেইল নিয়ে কোনো কিছু ছিল কি না, এফবিআইকে সে প্রশ্ন করা দরকার। হিলারির নতুন ই-মেইল আবিষ্কার নিয়ে এফবিআই-প্রধান কোমির ঘোষণার পর রিপাবলিকানরা হাতে নতুন অস্ত্র পান। তারা বারবার এ নিয়ে নির্বাচনী প্রচার চালান।
ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের প্রধান কাৎজেনবার্গ ‘স্রেক’, ‘কুংফু পান্ডা’, ‘মাদাগাস্কার’-এসব অ্যানিমেশন ছবি তৈরি করে খ্যাতি অর্জন করেন। কাৎজেনবার্গের ৮০ কোটির বেশি ডলারের ব্যক্তিগত সম্পদ রয়েছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারির জয় কি এখন সময়ের অপেক্ষা?
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ