পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭ কোম্পানি। ঘোষণা অনুযায়ী এসব কোম্পানির বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৬ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, জেমিনি সী ফুডের বোর্ডসভা আগামীকাল ৯ নভেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
পদ্মা ইসলামী লাইফের বোর্ডসভা ১০ নভেম্বর বেলা ২টা ৪০ মিনিটে, রেনেটার বিকেল ৩টায় ও প্রিমিয়ার সিমেন্টের বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সিনো বাংলার বোর্ডসভা ১২ নভেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ডসভা ১৩ নভেম্বর বিকেল ৪টায়, শাহজিবাজার পাওয়ারের ৪টায়, এপেক্স ট্যানারির বিকেল ৪টায়, সিভিও পেট্রোর বিকেল ৩টায়, সাইফ পাওয়ারের বিকেল ৩টায়, এসিআই ফরমুলেশনের বিকেল ৩টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের বিকেল সাড়ে ৩টায়, ওরিয়ন ইনফিউশনের বিকেল ৪টায়, এসিআই লিমিটেডের বিকেল ৪টায়, কোহিনূর কেমিক্যালসের বিকেল ৫টায়, আমান ফিডের বিকেল ৫টায়, যমুনা অয়েলের বিকেল সাড়ে ৫টায়, পাওয়ার গ্রিডের সভা সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। ফাইন ফুডসের বোর্ডসভা ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টায়, সামিট এল্যায়েন্স কর্পোটের বিকেল ৩টায়, আফতাব অটোসের বিকেল পৌনে ৩টায়, নাভানা সিএনসির বিকেল পৌনে ৪টায়, ফু-ওয়াং বিকেল সাড়ে ৩টায়, সায়হাম কটনের বিকেল সাড়ে ৩টায়, অগ্নি সিস্টেমসের বিকেল ৪টায়, ওরিয়ন ফার্মার বিকেল ৪টায়, সায়হাম টেক্সের বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।