Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেরিন ফিশারিজ একাডেমির গ্র্যাজুয়েট ক্যাডেটদের সিডিসি প্রদানের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মেরিন ফিশারিজ একাডেমি এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল (শনিবার) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে একাডেমির গ্য্রাজুয়েট ক্যাডেটদের সিডিসি/সিম্যান বুক প্রদানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বলা হয়, মেরিন ফিশারিজ একাডেমি ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তৎকালীন মৎস্যমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের তত্ত¡াবধানে সোভিয়েত ইউনিয়ন সরকারের সহায়তায় চট্টগ্রামের ঈছানগরে প্রতিষ্ঠিত হয়।
১৯৭৫ এর পূর্বে এই একাডেমি থেকে পাশ করে ৩০ জনের মধ্যে ২০ জনই বৃত্তি নিয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য রাশিয়া যান। পরবর্তীতে রাজনৈতিক চক্রান্তে এই প্রতিষ্ঠান কখনো মেরিন একাডেমির অধীনে, কখনো শিপিং মন্ত্রণালয়ের অধীনে, কখনো বিএফডিসির অধীনে আবার কখনো ফিশারিজ মন্ত্রণালয়ের অধীনে হাত বদল হতে থাকে।
সভায় বলা হয়, মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের সিডিসি প্রদান প্রক্রিয়া বন্ধ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তর শুধুমাত্র মেরিন ফিশারিজ একাডেমির পাশকৃত গ্র্যাজুয়েট ছাড়া অন্যান্য মেরিটাইম প্রতিষ্ঠান হতে পাশকৃত নন-গ্র্যাজুয়েট ক্যাডেটদের বিশেষ বিবেচনায় সিডিসি প্রদান করছে। যা সম্পূর্ণ বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিনেন্স ১৯৮৩ এর ১০৭ নং বিধি পরিপন্থি।
এতে বক্তারা মেরিন ফিশারিজ একাডেমির সিডিসি প্রদান সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান।
অন্যথায় আরও তীব্র থেকে তীব্রতর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে তারা জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ একাডেমি এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি সামছুল ইসলাম রাশেদী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আলমগীর কামাল, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার মাহফুজুল করিম, মোঃ জসিম উদ্দিন, মনির আহমদ, বিভাষ ভট্টাচার্য্য, শ্রীবাস সাহা, চীফ ইঞ্জিনিয়ার এরশাদুল ইসলাম, ক্যাপ্টেন মোঃ সাজ্জাদ হোসেন, চীফ ইঞ্জিনিয়ার মোঃ আরিফ চৌধুরীসহ মেরিন ফিশারিজ একাডেমির এক্স-ক্যাডেটবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেরিন ফিশারিজ একাডেমির গ্র্যাজুয়েট ক্যাডেটদের সিডিসি প্রদানের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ