পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ কেক কেটে দিবসটির উদ্বোধন করেন। এ সময় প্রশাসন ও মানব সম্পদ বিভাগের জিএম পারসুমা আলমসহ ব্যাংকের নারী কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন এবং জিএম মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ ও কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংকের নারী কর্মকর্তারা প্রশাসন ও মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ শাখার শাখা প্রধান হিসেবেও নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।