পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিটি ব্যাংক ও গ্রীনল্যান্ড ইক্যুইটিসের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই চুক্তির আওতায় সিটি ব্যাংক এখন থেকে গ্রীনল্যান্ড ইক্যুইটিসকে কৌশলগত পার্টনার হিসেবে সাথে রাখবে। মঙ্গলবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিটি ব্যাংকের হেড অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ এবং গ্রীনল্যান্ড ইক্যুইটিসের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান চুক্তিটি স্বাক্ষর করেন। এই সময় সিটি ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড কাস্টোডিয়াল ক্লাস্টার তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।