Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নেতাকর্মীদের আচরণ ভালো না হলে উন্নয়ন মøান হয়ে যাবে -ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি বলবো শুদ্ধ হন, এতো উন্নয়ন, এতো অর্জন আমরা বৃথা দিতে পারি না, গুটিকয়েক নেতার অপকর্মের জন্য গোটা পার্টির বদনাম হতে পারে না।
গতকাল (সোমবার) বিকেলে ঢাকা হতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ বলেন, নির্বাচনের আর দু’বছর বাকি, নির্বাচনে ঝাঁপিয়ে পড়ুন। জনগণের দ্বারে দ্বারে যাওয়া শুরু করুন, জনগণের সঙ্গে ভালো আচরণ করুন। নেতাকর্মীদের আচরণ ভালো না হলে সব উন্নয়ন মøান হয়ে যাবে।
ফরিদপুর জেলা আ’লীগের আয়োজনে পথসভায় জেলা আ’লীগের সভাপতি সুবুল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালী আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আ’লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভীসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেতাকর্মীদের আচরণ ভালো না হলে উন্নয়ন মøান হয়ে যাবে -ওবায়দুল কাদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ