Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালাল কামিল মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০২ এএম

সিলেট সোবহানীঘাটস্থ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী (সা.) পাগড়ী প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সিলেট সোবহানীঘাটস্থ মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত করেছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

সম্মানিত অতিথি হিসেবে বয়ান পেশ করেছেন আহলে বায়তে রাসুল (সা.) সায়্যিদ আল্লামা মুশতাক আহমদ মাদানী উজানডিহী পীর ছাহেব ভারত। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
মাদরাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আবি আব্দিল্লাহ মো. আইনুল হুদা আমেরিকা, চান্দাইরপাড়া সুন্নিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ছরওয়ারে জাহান, জালালপুর জালালিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জ. উ. ম. আব্দুল মুনঈম মন্জলালী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা নাজমুল হুদা খাঁন, তায়্যিবা ফাউন্ডেশনের পরিচালক হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী, হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারী, মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী ও মাওলানা আব্দুল আহাদ জিহাদী।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, নেজাম ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ মখন মিয়া। সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান ফুলতলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদ, আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসাইন, হাফিজ মাওলানা নজির আহমদ হেলাল, মাওলানা মুফতি বেলাল আহমদ, আখতার হোসাইন জাহেদ প্রমুখ।
সকাল ১০টা থেকে ১ম ও ২য় অধিবেশন পরিচালনা করেন ছাত্র সংসদের ভি.পি মারুফ আহমদ ও জি.এস মাহমুদুর রহমান এবং ৩য় অধিবেশন পরিচালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম ও সহকারী শিক্ষক মাওলানা জইন উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহজালাল কামিল মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ