পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ঈদ-উল-আযহা উপলক্ষে ‘স্যাকরিফাইস স্টোরি কনটেস্ট’ বিজয়ীদেরকে পুরস্কৃত করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’। গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রতিযোগিতার জন্য লেখা আহŸান করা হয়েছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার প্রতিযোগী তাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ত্যাগের গল্প নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভিশনের ব্র্যান্ড ম্যানেজার মোহিত চক্রবর্তী জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল মানব জীবনে ত্যাগের মহিমা ও প্রসন্নতা তুলে ধরা। তিনি বলেন, ত্যাগের এ গল্পগুলো নিয়ে উদ্দীপনামূলক প্রামাণ্য চিত্র বানানো হবে। গত বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রæপের প্রধান কার্যালয়ে সেরা দশ বিজয়ীর হাতে ফ্রিজ, এয়ার কুলার, রাইস কুকার ও আয়রন তুলে দেয়া হয়। ময়মনসিংহের ফাবলিহা সিথী প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে গাইবান্ধার মজিবর রহমান ও শেরপুরের মাহফুজুর রহমান। অনুষ্ঠানে ভিশন-এর ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ, প্রাণ-আরএফএল গ্রæপের হেড অফ ডিজিটাল মিডিয়া আজিম হোসেন ও বাজুকা ডিজিটালের সিইও সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। ভিশন ইলেকট্রনিক্সের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, বেøন্ডার, ওভেন, রাইস কুকার, ফ্যান, আয়রনসহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স এখন সারাদেশে পাওয়া যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।