পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় ক্ষয়-ক্ষতি পরিদর্শনে যাচ্ছে কেন্দ্রীয় ১৪ দল। আগামী বুধবার ১৪ দলের একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যাবে।আজ তাদের সেখানে যা্ওয়ার কথা ছিল। গতকাল রোববার দুপুরে ধানমিন্ডতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা জানান।
নাসিম বলেন, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি দল সোমবার নাসিরনগরে যাবে। সেখানে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রশাসনের সঙ্গেও কথা বলবেন।
তিনি বলেন, নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আমরা বিস্মিত ও উদ্বিগ্ন হয়েছে ১৪ দল। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার করা হবে। এখানে প্রধানমন্ত্রীও কঠোর নির্দেশনা দিয়েছেন। আমারদের সাংগঠনিক সম্পাদকরাও এ বিষয়ে উদ্বিগ্ন। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছেন।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলা করা হয়। এর পাঁচদিন পর বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ৫টি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সেখানে হামলা রোধে প্রশাসনের যারা ব্যর্থ হয়েছেন, তাদের দ্রুত সরিয়ে দিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, স্বাধীনতাবিরোধী চক্র নাসিরনগরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে কোনো সন্দেহ নেই, তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমন করেছে। এজন্য স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত প্রতিরোধে আওয়ামী লীগসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
‘বিএনপির জনসমর্থনে ভয় পেয়ে সরকার সমাবেশ করার অনুমতি দিচ্ছে না’ দলের চেয়ারপাারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, বলেন, আওয়ামী লীগ কাউকে ভয় করে না। আমরা ভয়কে জয় করতে পারি। আওয়ামী লীগের নেতৃত্বেই যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমাদের কার্যালয় বছরের পর বছর কাঁটা তারের বেড়া দিয়ে আটকে রেখেছিলেন। তারপরও আমরা টিকে ছিলাম। শত নির্যাতনের মধ্যেও আমরা ভয়কে জয় করে আপনার পতন ঘটিয়েছি। সেই আওয়ামী লীগ কি ভয় পাওয়ার দল। ভয় আপনাদেরই পেতে হবে। অপকর্ম করার জন্য আপনি জনগণকে ভয় পান। এসব বাদ দিয়ে আগামী নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, তিনি (ছায়েদুল) একজন প্রবীণ নেতা। তার মুখ দিয়ে এধরনের বক্তব্য আসবে আমরা বিশ্বাস করি না। তারপরও যদি হয়ে থাকে তদন্ত করে দেখব। তার পর বলা যাবে।
জেলা আওয়ামী লীগের কমিটি ছায়েদুল হককে বহিষ্কার করেছে এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, জেলা আওয়ামী লীগ কি করেছে, না করেছে এটা বড় কথা নয়, আমি যেটা বলেছি এটাই সত্য।
এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ন্যাপ নেতা এ্যাড. ইনামুল হকসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।