Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একীভূতকরণে লাফার্জ-হোলসিম আলোচনা

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের সাথে একীভূত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। হোলসিম সিমেন্টের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিমের সাথে এ আলোচনা শুরু হয়েছে। লাফার্জ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদেও বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে লাফার্জের পর্ষদ জানিয়েছে, একীভূতকরণের বিষয়ে আলোচনা শুরু হলেও এখনো চ‚ড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি একীভূতকরণের বিষয়ে এখনই কোনো নিশ্চয়তা প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে কোম্পানি দুটি একীভূত হতে পারলে সেটা বাংলাদেশে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে। ভবিষ্যতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন গ্রহণ ও একীভূতকরণের সম্ভাবনা মূল্যায়ন করাসহ এ ইস্যুতে আরো অনেক কিছু করার রয়েছে। তাই একীভূতকরণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এবং বিনিয়োগকারীদেরকে অবহিত করা হবে। উল্লেখ্য, গত বছর বিশ্বের সিমেন্ট খাতের দুই কোম্পানি লাফার্জ ও হোলসিম আনুষ্ঠানিকভাবে একীভূত হওয়ার পর বিশ্বের প্রায় সব দেশেই প্রতিষ্ঠান দুটির ব্যবসা একীভূতকরণ হয়েছে। তবে বাংলাদেশে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সাথে হোলসিম বাংলাদেশের একীভূতকরণের বিষয়টি চূড়ান্ত না হলেও এ ইস্যুতে আলোচনা অব্যাহত রয়েছে। -ওয়েবসাইট
এজিএমের সময় পরিবর্তন সুহৃদ ইন্ডাস্ট্রিজের
ইনকিলাব ডেস্ক : অবশেষে বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পরিবর্তিত সময় অনুযায়ী কোম্পানির ১২তম এজিএম আগামি ১০ ডিসেম্বর শনিবার গাজীপুরের বাইপাইলে সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানির এজিএম সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবার কথা ছিল। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একীভূতকরণে লাফার্জ-হোলসিম আলোচনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ