Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দেশের সুনামকে সমুন্নত রাখাতে হবে

দক্ষিণ সুদানে সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

দক্ষিন সুদান সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টারস্ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল বাংলাদেশ কন্টিনজেন্ট পরিদর্শন করেন। সেনাপ্রধান বিদেশের মাটিতে দেশের সুনামকে সমুন্নত রাখতে পেশাদারিত্বের সাথে ও নিরলসভাবে কাজ করে যাবার জন্য সকল বাংলাদেশী শান্তিরক্ষীদের নির্দেশনা প্রদান করেন। গতকাল আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শনিবার দক্ষিণ সুদানের রাজধানী জুবা-তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স-৫ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। এসময় মিশন এলাকার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশী শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন বাংলাদেশ কান্ট্রি সিনিয়র এবং কন্টিনজেন্ট কমান্ডার। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সকল পদবীর জন্য আয়োজিত দরবারে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রতি তার দিকনির্দেশনা প্রদান এবং মতবিনিময় করেন।
তিনি দক্ষিণ সুদানে শত প্রতিকূলতার মাঝেও সুনামের সাথে কাজ করে যাওয়ায় সকলকে আন্তরিক অভিনন্দন জানান। টঘগওঝঝ ফোর্স হেডকোয়ার্টারস্ পরিদর্শনকালে সেখানে ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন উল্লাহ চৌধুরী এবং বিভিন্ন দেশের মিলিটারি স্টাফ অফিসারদের উপস্থিতিতে ফোর্স চিফ অব স্টাফ এবং চিফ মিলিটারি অবজারভার সেনাবাহিনী প্রধানকে মিশন সম্পর্কে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং শেষে তিনি ফোর্স হেডকোয়ার্টারস্ ঘুরে দেখেন এবং বিভিন্ন দেশের মিলিটারি স্টাফ অফিসারদের সাথে কুশল বিনিময় করেন। শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট ফোর্স মেরিটাইম ইউনিট (ব্যানএফএমইউ)-৭ এ যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
গত রোববার সেনাবাহিনী প্রধান ওয়াউতে নিয়োজিত বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন উপলক্ষে জাতিসংঘের বিমান যোগে সেখানে যান। ওয়াউতে তিনি কন্টিনজেন্ট এর সকল পদবীর জন্য আয়োজিত দরবার নেন, দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ও তাদের খোঁজ খবর নেন। পরবর্তীতে সেখানে ব্যানব্যাট-৫ কর্তৃক নির্মিত বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ ক্লাব উদ্বোধন করেন তিনি।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশের সুনামকে সমুন্নত রাখাতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ