পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের বেসরকারি অলাভজনক সংস্থা আদ্-দ্বীন ফাউন্ডেশন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বেল টেক্সট্রন ইঙ্ক কোম্পানির কাছ থেকে দুটি ‘বেল ৫০৫’ হেলিকপ্টার ক্রয় করেছে। ফাউন্ডেশনটির পরিচালিত ৮টি হাসপাতালে রোগী স্থানান্তর ও করপোরেট পরিবহণের কাজে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করা হবে। এ খবর দিয়েছে কানাডাভিত্তিক হেলিকপ্টারস ম্যাগাজিন।
এ বিক্রি বিষয়ে বেল ৫০৫-এর সেলস ডিরেক্টর লেন ইভান্স বলেন, বাংলাদেশে প্রথম দুটি বেল ৫০৫ হেলিকপ্টার বিক্রির মাধ্যমে এটিই প্রমাণিত হলো, বিশ্বব্যাপী সংস্থাগুলোর মিশন পূরণে বেল ৫০৫ নমনীয়তা ও দক্ষতা এনে দিতে পারে। আমরা গর্বিত যে, আদ্-দ্বীন ফাউন্ডেশন তাদের চিকিৎসা এবং কর্পোরেট মিশন পূরণে বেল ৫০৫ কে বেছে নিয়েছে। একইসঙ্গে হেলিকপ্টারের কার্যক্রম চালু করার জন্য তাদেরকে প্রয়োজনীয় সকল সহায়তা দেব আমরা।
এই হেলিকপ্টার হালকা ধরনের একক-ইঞ্জিন বিশিষ্ট। এর কার্যক্ষমতার জন্য এরইমধ্যে এটি পরিচিতি লাভ করেছে। এর জ্বালানি ও অন্যান্য পরিচালনা খরচও কম। ২০১৭ সালে প্রথম বেল ৫০৫ বাণিজ্যিকভাবে বাজারে আসে। বর্তমানে বিশ্বের ছয়টি মহাদেশজুড়ে ৩৬০টিরও বেশি বেল ৫০৫ মানুষের প্রয়োজনে সেবা দিয়ে যাচ্ছে। এই মডেলের হেলিকপ্টারগুলো মোট এক লাখ ঘন্টারও বেশি সময় উড্ডয়ন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।