পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শেরপুর সীমান্ত থেকে জয়নাল আবেদীন নামে এক কৃষককে জোরপূর্বক ভাবে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। জয়নাল আবেদীন শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের খারামোড়া গ্রামের মৃত শাহ আলী ফকিরের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজিবির সদস্যরা জানান। এর আগে গত মঙ্গলবার বিকালে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের তাওয়াকোচা ভারত-বাংলাদেশ ১১০০ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে।
জয়নালের পরিবারের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের জানানো হয়। পরে গত বুধবার বিকালে এ নিয়ে উভয় দেশের বিজিবি ও বিএসএফএ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই বলেন, জয়নাল আবেদীনকে ভারতীয় আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে হাজতে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।