Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী একজন ক্রীড়া-পাগল মানুষ : বীরেন শিকদার

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া-পাগল মানুষ। উনার সহযোগিতায় দেশ আজ যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে, তেমনি ক্রীড়াঙ্গনও এগিয়েছে অনেক। বিশ্ববাসী জানে দেশকে কোথায় নিয়ে গেছেন উনি।’ গতকাল পল্টন ময়দান-সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দেশের ৬৪ জেলার বক্সিং কোচদের নিয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যাবে। ক্রিকেট, হকির পাশাপাশি বক্সিংও দেশের জন্য সাফল্য বয়ে আনবে। আশা করি অন্য ক্রীড়া ডিসিপ্লিনগুলোও বিদেশের মাটিতে সাফল্য পেয়ে দেশের মুখকে উজ্জ্বল করবে।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক ও বক্সিং ফেডারেশনের সভাপতি লে. জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)’র সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুর রহমান, বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান ও পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।
এনএসসি’র অর্থায়নে, বক্সিং ফেডারেশনের আয়োজনে ও বিজিবি’র সহযোগিতায় ‘আমরা খুঁজছি সেরা বক্সার, দেশের সম্মানে তোমাদের দরকার’- শিরোনামে গত ২৬ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর ৬৪ জেলায় তৃণমূল পর্যায়ে (অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা) প্রতিভা অন্বেষন কার্যক্রম সম্পন্ন করে বক্সিং ফেডারেশন। এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক জেলার স্থানীয় কোচদের উচ্চতর প্রশিক্ষণের জন্যই দশদিনব্যাপী একটি আবাসিক কোচেস কোর্স কাল থেকে শুরু করে বক্সিং ফেডারেশন।
কোচেস কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে লে. জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আমি পদোন্নতি পেয়ে আবার সেনাবাহিনীতে ফিরে যাচ্ছি। এখন থেকে বক্সিংকে আরও বেশি সময় দেব।’ এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস বলেন, ‘বক্সিংয়ের মতো অন্য ডিসিপ্লিনগুলোরও উচিত দ্রুত প্রতিভা অন্বেষণ কার্যক্রম শেষ করা। তাহলেই আমরা খুঁজে পাবো আগামীর ক্রীড়াবিদ। যারা বিদেশ থেকে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী একজন ক্রীড়া-পাগল মানুষ : বীরেন শিকদার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ