পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : করদানে উৎসাহিত করতে করবান্ধব সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা চলছে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. নজিবুর রহমান বলেছেন, এতে করে সরকারের কর ও রাজস্ব বাড়ছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর জিইজি কনভেনশন হলে কর মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
মেলায় উৎসবমুখর পরিবেশে করদাতারা কর দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে মেলার তৃতীয় দিনে ৩৮ হাজার ৬৮৯ জন করদাতা সেবা নিয়েছেন। তিনদিনে প্রায় একশ’ কোটি টাকার মতো কর আদায় হয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পে অর্থায়নে জাতীয় রাজস্ব বোর্ড গতিশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অনলাইন ফাইলিং পদ্ধতি চালু করা হয়েছে, আগামীতে ডিজিটাল আয়কর মেলার আয়োজন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।