Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রবি’র দায়িত্ব মাহতাবকে বুঝিয়ে দিয়ে ডালায়গে ফিরেছেন সুপুন

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রবি’র প্রথম দেশীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদের হাতে “ফ্রম লঙ্কান লায়ন টু বেঙ্গল টাইগার” লেখা ক্রিকেট ব্যাট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন অপারেটরটির সদ্য বিদায়ী এমডি ও সিইও সুপুন বীরাসিংহে। আড়ম্বরপূর্ণ টাউন হলের মাধ্যমে তার সহকর্মীদের কাছ থেকে গত মঙ্গলবার বিদায় নেন সুপুন। রবি পরিবারের উপস্থিতিতে সুপুন রবি’র নতুন এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদের হাতে ক্রিকেট ব্যাটটি তুলে দেন। “ফ্রম লঙ্কান লায়ন টু বেঙ্গল টাইগার” লেখা ক্রিকেট ব্যাটটি হস্তান্তরের মাধ্যমে রবি’র শীর্ষ পদের সফল পালাবদল সম্পন্ন হয়। সুপুন শ্রীলঙ্কার প্রধান টেলিযোগাযোগ অপারেটর ডায়লগ আজিয়াটা পিএলসিতে গ্রæপ ডেপুটি চিফ এক্সিকিউটিভ এবং সিইও ডেজিগনেট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ১ জানুয়ারি ২০১৭ থেকে ডায়লগের খ্যাতিমান গ্রæপ সিইও হান্স বিজয়সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। এর আগে বিজয়সুরিয়াকে আজিয়াটা গ্রæপের দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আজিয়াটার প্রেসিডেন্ট এবং গ্রæপ চিফ এক্সিকিউটিভ অফিসার (জিসিইও) তান শ্রী জামালুদ্দিন ইব্রাহিম, দক্ষিণ এশিয়ার রিজিওনাল সিইও ড. হানস বিজায়সুরিয়া, আজিয়াটার সিনিয়র লিডারশিপ টিম এবং রবি’র ম্যানেজমেন্ট কাউন্সিলের সকল সদস্য বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রবি’র সতীর্থরা সুপুনের সাথে চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) ইয়াপ ওয়াই ইপকেও বিদায় জানিয়েছেন। ইয়াপ কুয়ালালামপুরে আজিয়াটার কর্পোরেট সেন্টারে আজিয়াটা গ্রæপের ফাইনান্সিয়াল কন্ট্রোলার হিসাবে দায়িত্ব নিবেন। রবি’র নেতৃত্বে এমন পরিবর্তন আজিয়াটা গ্রæপের এক্সিলারেটেড লিডারশিপ ডেভলপমেন্ট প্রোগ্রামকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে পরিকল্পিত এবং বাস্তবায়িত ধারাবাহিক কার্যক্রমের সফল সমাপ্তিরই একটা সুন্দর উদাহরণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি’র দায়িত্ব মাহতাবকে বুঝিয়ে দিয়ে ডালায়গে ফিরেছেন সুপুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ