Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় চিংড়িজোনে মৎস্য প্রদর্শনী খামারের ৪৮ একর জমি উদ্ধার

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার জেলা সংবাদদাতা : চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিংড়িজোনের রামপুর এলাকা থেকে ৪৮ একর আয়তনের সরকারি একটি মৎস্য প্রদর্শনী খামার উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব উল করিমের নেতৃত্বে আদালত উচ্ছেদ অভিযান চালিয়ে সেখানে লাল পতাকা উঁচিয়ে দেয়ার মাধ্যমে এসব জমি দখলমুক্ত করেন। প্রদর্শনী খামারের এসব জমি মৎস্য অধিদফতরের মালিকানাধীন। অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোখলেছুর রহমান, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান ও বদরখালী নৌপুলিশ ফাঁড়ির আইসিসহ সদস্যরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ২০১৩ সালে স্থানীয় একটি সমিতির নামে উপজেলার চিংড়িজোন রামপুর মৌজার প্রদর্শনী খামারটি দখল করে নেয়া হয়। এ সময় দখলে বাধা দিলে সমিতির কর্মকর্তারা উচ্চ আদালতে (হাইকোর্টে) একটি রিট আবেদন করেন। পরে রিট আবেদনটি খারিজ হয়ে গেলে গত মঙ্গলবার উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই সম্পত্তি উদ্ধার করেন। তিনি বলেন, অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে সেখানে নির্মাণ করা একটি খামারবাড়ি উচ্ছেদ করে প্রদর্শনী প্লটের জায়গার চারপাশে লাল পতাকা উঁচিয়ে দেন। দখলমুক্ত ৪৮ একর সরকারি জমিতে চিংড়ি প্রদর্শনী খামার গড়ে তোলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চকরিয়ায় চিংড়িজোনে মৎস্য প্রদর্শনী খামারের ৪৮ একর জমি উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ