Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১১:০০ এএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭২ সালের এ দিনে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে তাদের দাবি ও অধিকার আদায়ে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে সংগঠনটি।
দিনটি উপলক্ষে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বীর মুক্তিযোদ্ধারা বেলা ১২টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এছাড়া বাদ জোহর মসজিদে মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সব শহিদের জন্য দোয়া করা হবে।
বেশ কয়েক বছর ধরে কেন্দ্র, জেলা, মহানগর, উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কোনো কমিটি নেই। প্রতিষ্ঠাবার্ষিকীতে দ্রততম সময়ের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। একই সঙ্গে কোটা পুনর্বহাল ও মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তারা।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য সবকিছু করেছেন। দেশের ৯৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠাবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ