পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের ঘাটপাড়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মুজিবুল হক (৪০) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে প্রায় শেকল পরিয়ে রাখা হতো। বুধবার রাতে ঘরে আগুন লাগলে সেখানে জীবন্ত দগ্ধ হন তিনি। বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই কক্ষবিশিষ্ট একটি ঘরের এক কক্ষে থাকতেন তিনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামগড় ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ছাইভস্মের নিচ থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার মুজিবুল হকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তিনি বিড়ি-সিগারেট খেতেন। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। তিনি আগে সুস্থ থাকলেও দুই বছর আগে মানসিক সমস্যা দেখা দেয়। তখন থেকে তার স্ত্রী ও দুই সন্তান ফেনীতে বসবাস করা শুরু করেন। খালি ঘরে একা থাকতেন মুজিবুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।