Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ব্যাংক-আনোয়ার ল্যান্ডমার্ক চুক্তি

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সিটি ব্যাংক ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ চুক্তির আওতায় সিটি ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিংয়ের ‘সিটিজেম’ গ্রাহকেরা আনোয়ার ল্যান্ডমার্কের ফ্ল্যাট বা বাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করবেন। এই সুবিধাগুলোর মধ্যে রয়েছেÑ অস্ট্রেলিয়া ভ্রমণের রিটার্ন টিকেট, খ্যাতনামা স্থাপত্য সংস্থার মাধ্যমে ফ্রি ইন্টেরিয়র ডিজাইনের পরামর্শ, ফ্রি পার্কিং সুবিধা ও ফ্রি কিচেন কেবিনেট ইত্যাদি। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও আনোয়ার ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক সেলিনা তারেক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব ব্রান্ড নাজমুল করিম চৌধুরী, অ্যাক্টিং হেড অব সিটিজেম প্রায়োরিটি ব্যাংক ফারিয়া হক, আনোয়ার ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক এ কে এম শাহাদাৎ হোসেন মজুমদার, জেনারেল ম্যানেজার এম হক ফয়সালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি ব্যাংক-আনোয়ার ল্যান্ডমার্ক চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ