Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার স্বাধীন বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে-রিজভী

প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণিত

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণিত হয় স্বাধীন বিচার বিভাগকে সরকার নিয়েন্ত্রণ করার চেষ্টা করছে। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তে অনুষ্ঠিত এক যৌথসভায় তিনি এ কথা বলেন।
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এই যৌথসভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রিজভী আহমেদ বলেন, সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। সরকার জনগণকে চাপিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু জনগণ এগিয়ে আসছে।
গণতন্ত্রকে ফাঁসির দড়িকে লটকে দিয়েছেন শেখ হাসিনা এমন মন্তব্য করে রিজভী বলেন, এই সরকারবিরোধী দলকে মিছিল-মিটিং করতে দিচ্ছে না। যারা সরকারের সমালোচনা করে তাদেরকেই গুম, খুন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও গুম, খুন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এমন গণতন্ত্র চাই না। আওয়ামী লীগ রাজনীতিকে দুর্বৃত্তায়নের সাথে একাকার করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের বিদায়ী সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবি করে তিনি বলেন, সোহেল বিনয়ী ছেলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবেন।
তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকলে কতদূর যাওয়া যায় তার প্রমাণ স্বেচ্ছাসেবক দল। তাদের পূর্বসুরিদের মতো বাবু, জুয়েল, ইয়াসিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করছি। স্বেচ্ছাসেবক দলকে পরিণত করবেন যুগান্তকারী সংগঠন হিসেবে।
সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বলেন, ৪ নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নতুন কমিটির নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
যৌথসভায় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুুল কাদের ভুইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার স্বাধীন বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে-রিজভী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ