পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সমুদ্রপথে বাণিজ্যের ভবিষ্যৎ চাহিদা মেটাতে চট্রগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। গতকাল রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সঙ্গে বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানো হলে, তা আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করে বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা করবে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, এএম শফিউল করিম খোকন), মো. হাসান (জ্যাকি) এবং এম এহসানুল হক উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমেই প্রসারিত হচ্ছে, তাই, সঙ্গতভাবেই আমদানি-রফতানি বাণিজ্যের পরিমাণও বাড়ছে। এ প্রেক্ষাপটে, বর্ধিত বাণিজ্য প্রবাহ পরিচালনার জন্য চট্রগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো অপরিহার্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।