Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গাজীপুরে অস্ত্র-বোমাসহ পাঁচ জঙ্গি গ্রেফতার

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশনের কুচপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র, ককটেল, জিহাদী বই ও পতাকাসহ পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো- বগুড়া সদরের কাউসিল পাড়া এলাকার আব্দুল কাসেমের ছেলে প্রকৌশলী মো. তানভীরুল হক সজল (২৩), কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাতুটা এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩৭), একই এলাকার মো. জঙ্গু মিয়ার ছেলে মো. হোসেন (২৯), রমজান আলীর ছেলে দ্বীন ইসলাম (৩৫) এবং আব্দুল হেকিমের ছেলে মো. আব্দুল হান্নান (৩৫)।
বুধবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
ব্রিফিংকালে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গাজীপুর সিটির জয়দেবপুর থানাধীন বনগ্রাম কুচপাড়া শালবনের ১০-১৫ জন ‹সন্ত্রাসী ও জঙ্গি› সদস্য ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকা- করার জন্য সভা করছে এমন খবর পেয়ে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুর জেলা পুলিশের স্পেশাল টাস্ক গ্রুপের সদস্য সেখানে অভিযান চালায়। পরে ওই ‹জঙ্গিদের› আটক করা হয়।
তিনি জানান, এসময় তাদের হেফাজত থেকে ৬টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ১টি চাপাতি, ২টি ছোরা, বেশ কিছু জেহাদী বই ও ২টি পতাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারদের মধ্যে তানভীরুল হক একজন ইলেক্ট্রনিকস্ প্রকৌশলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুরে অস্ত্র-বোমাসহ পাঁচ জঙ্গি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ