পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ থেকে আপিল বিভাগে বসছে দু’টি বেঞ্চ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য দু’টি বেঞ্চ গঠন করেন। সে অনুসারে আপিল বিভাগের পৃথক দু’টি কার্যতালিকা প্রণয়ন করা হয়েছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি আরো জানান, আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতি এবং দুই নম্বর কোর্টে বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে তিন বিচারপতি রয়েছেন। ১ নম্বর কোর্টে প্রধান বিচারপতি ছাড়া অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ২ নম্বর কোর্টে বিচারপতি মো. নূরুজ্জামান ছাড়া অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তবে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী ছুটিতে থাকায় কোনো বেঞ্চে তার নাম রাখা হয়নি।
দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুযারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যান তিনি। ওইদিনই দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন প্রেসিডেন্ট। বিচারপতি মোহাম্মদ ইমান আলীসহ আপিল বিভাগে বর্তমানে ৭ জন বিচারপতি রয়েছেন। ৩ জনের সমন্বয়ে পৃথক দু’টি বেঞ্চ গঠন করা হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।