Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিকিউরিটি সার্ভিসে চাকরির নামে প্রতারণা

চক্রের ৭ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

রাজধানীর দক্ষিণখানে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেয়ার নামে প্রতারণায় জড়িত থাকায় সাত জনকে গ্রেফতার করেছে র‌্যাব। দক্ষিণখানে বি-এলার্ট সিকিউরিটি সার্ভিসেস লি. নামে একটি অফিসে অভিযান চালিয়ে গত বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. রিয়াজুল হক, আনোয়ারা খানম আলো, মো. সাহেদ করিম, মো. রাসেল মিয়া, মো. নয়ন মিয়া, মো. ফয়েজ উদ্দিন ও মো. জাকারিয়া। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি ও নানা যন্ত্রাংশসহ নগদ প্রায় ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়। র‌্যাব ৪-এর সহকারী পরিচালক মাজহারুল ইসলাম বলেন, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন দক্ষিণখানে বি-এলার্ট সিকিউরিটি সার্ভিসেস লি. নামে অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে সাধারণ লোকদের প্রলুব্ধ করতো। চাকরিপ্রার্থীদের কাছ থেকে ফরম, ইউনিফরম কেনা বাবদ টাকা নিয়ে সেটা আত্মসাৎ করতো। চাকরি না পেয়ে কেউ টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো হতো বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিকিউরিটি সার্ভিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ