Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রশ্ন ফাঁসকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি অভিভাবকদের
স্টাফ রিপোর্টার : পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। গতকাল (মঙ্গলবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ধানম-ি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে কয়েকজন অভিভাবক এই দাবি জানান। মন্ত্রী সকাল সাড়ে ৯টায় ওই কেন্দ্রে গেলে কেন্দ্রের বাইরে অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। একজন অভিভাবক মন্ত্রীকে বলেন, ‘মাননীয় মন্ত্রী যারা প্রশ্ন ফাঁস করে তাদের ধরে সরাসরি ফাঁসি দিয়ে দেন, এরা দেশের বড় রাজাকার।’ তার দাবির প্রতি সমর্থন জানান আরও কয়েকজন অভিভাবক। নাহিদ বলেন, “প্রশ্ন ফাঁসরোধে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি আর প্রশ্ন ফাঁস হবে না। তবে আপনারা কেউ ভুয়া প্রশ্নপত্রের পেছনে ছুটবেন না।” দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে গতকাল (মঙ্গলবার) একযোগে শুরু হয়েছে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা, এতে অংশ নিচ্ছে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। প্রথম দিন সকাল ১০টায় জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় দিয়েছে শিক্ষার্থীরা। কেন্দ্র পরিদর্শন শেষে নাহিদ বলেন, “পাবলিক পরীক্ষায় আমরা বিভিন্ন পরীক্ষার হলে গিয়ে দেখি ছেলেমেয়েরা কেমন পরীক্ষা দিচ্ছে, আয়োজনটা কেমন হয়েছে, কোনো সমস্যা আছে কি না, অসুবিধা আছে কি না?” দুই বছর থেকে দলেবলে আর পরীক্ষাকক্ষে যান না জানিয়ে মন্ত্রী বলেন, “মিডিয়া অনেক বেড়ে গেছে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে নিয়ে গেলে ছেলেমেয়েদের অসুবিধা হয়। অনেককেই জিজ্ঞাসা করেছি, তারা খুবই খুশি। তারা মনে করে প্রশ্ন ভালো হয়েছে, ভালো উত্তর দিতে পারবে।” মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। ফেইসবুকে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে কোনো খবর পেলে বিটিআরসি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। পরীক্ষার সময় ফেইসবুক বন্ধ রাখার প্রসঙ্গে নাহিদ বলেন, “এটাকে বন্ধ করে দেয়া যে অবস্থা হয়েছে কারও কারও সমস্যা, অসুবিধা হতে পারে। তাই এটাকে অন রেখেই আমরা কন্ট্রোল করতে পারি। আর প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে।” তিনি জানান, বেশিরভাগ শিক্ষার্থীই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে এসেছে। ১৫ মিনিট আগে খাতা পেয়ে তারা তথ্য পূরণ করেছে। মূল পরীক্ষা থেকে ওই সময় বেঁচে যাওয়ায় শিক্ষার্থীরা খুশি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ