পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রত্যাশী বহুল আলোচিত পিতৃহারা মেয়ে আসপিয়া আক্তার কাজলের মা ঝরনা বেগমের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের জমির দলিল ও ঘরের চাবি তুলে দিয়েছেন এমপি পংকজ দেবনাথ। বড়জালিয়া ইউনিয়নের পুশ্চিম খুন্না গোবিন্দপুর গ্রামে জমির দলির ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী ও হিজলার নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র বিশ^াস উপস্থিত ছিলেন।
বর্তমানে রংপুরে প্রশিক্ষণরত মেয়ে আসপিয়ার পুলিশে চাকরি পাওয়ার পাশাপাশি নিজস্ব জমি ও ঘর হওয়ায় ঝরনা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বরিশালের জেলা এবং পুলিশ প্রশাসন গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত ১৫ বছর যাবত অন্যের জমিতে আশ্রিতা মৃত সফিকুল ইসলামের পরিবারের সদস্য আসপিয়া ২০২০ সালে এইচএসসি পাশ করেও পরিবারের সদস্যদের বিশেষ করে মায়ের পাশে দাঁড়ানোর আশা নিয়ে ২১২১ সালে পুলিশ কনেস্টবল পদে চাকরি পাবার প্রত্যাশায় আবেদন করে। কিন্তু একটির পর একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষ মুহূর্তে নিজস্ব স্থায়ী ঠিকানা না থাকায় তার জীবনে ঘোর অন্ধকার নেমে আসে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পরে প্রধানমন্ত্রী আসপিয়ার পরিবারকে স্থায়ী ঠিকানা করে দেয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
আর সেই নির্দেশ বাস্তবে রূপ পেল আসপিয়ার মায়ের হাতে জমির দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেবার মধ্য দিয়ে। ইতোমধ্যেই আসপিয়ার চাকরি প্রাপ্তির জটিলতারও অবসান হয়েছে। সে বর্তমানে রংপুর পুলিশ ট্রেনিং স্টোরে প্রশিক্ষনরত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।