পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের সাধারণ মানুষদেরকে চামড়ার বাজার সর্ম্পকে জানাতে ও এই শিল্পের প্রসার ঘটাতে চতুর্থবারের মতো আয়োজন হচ্ছে লেদারটেক বাংলাদেশ-২০১৬। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আগামী ৩ নভেম্বর থেকে চামড়া শিল্পের ওপর তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে এএসকে ট্রেড ও এক্সিবিশনস লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থা। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার থেকে শুরু হয়ে পরবর্তী তিনদিন, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মেলায় চামড়া, জুতা ও চামড়াজাত সামগ্রী, যন্ত্রপাতি, রং, উপাদান, রাসায়নিক দ্রবাদি প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ভিয়েতনাম, তাইওয়ান, হংকং ও কোরিয়ার ২৫০টি স্টল থাকবে। ভারত ও চীনের দুটি বড় প্যাভিলিয়ন থাকবে। প্রদশর্নীতে দেশের চামড়া শিল্পের প্রসার এবং ভবিষ্যৎ স¤া¢বনা নিয়ে বিভিন্ন স্টলের লোকজন জানাবেন এবং এর মাধ্যমে চামড়ার ব্যবসার উৎপাদন প্রক্রিয়া, কাঁচামাল সংগ্রহের প্রক্রিয়া এবং সম্ভাব্য বাজার সর্ম্পকে উদ্যোক্তারা ধারণা পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।