Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিয়া মাদরাসার জমিতে শিক্ষা অধিদফতর নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক

জাতীয় পার্টির মহাসচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

মাদরাসা ই আলিয়ার জমিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ভবন নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক। কলকাতা আলিয়া মাদরাসায় কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় হতে পারলে ঢাকা আলিয়া মাদরাসায় ‘ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয় হতে বাঁধা কোথায়? রোববার দুপুরে বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপির সাথে মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের আহবায়ক মাওলানা আজিজুল হক মুরাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎকালে জাপার মহাসচিব এসব কথা বলেন।
প্রতিনিধি দলের সাথে আলোচনার সময় মাদরাসা ই আলিয়া কম্পাউন্ডে অধিদপ্তর ভবন নির্মাণ নয় ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী’র প্রতি জাপা মহাসচিব একত্বতা প্রকাশ করেন। সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার নিজস্ব সম্পত্তিতে অধিদপ্তর ভবন নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে মাদরাসা ই আলিয়া ঢাকাকে ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়ে রুপান্তরসহ মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের ৫ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ইসমাইল ফারুক, অধ্যাপক আবদুল হামিদ ও শহিদুল ইসলাম কবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ