Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

করোনা মহামারী রোধে সহজ-এর “সুরক্ষার পথে বাংলাদেশ” উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৫:১২ পিএম

বাংলাদেশ পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে অগ্রগামী অনলাইন টিকেটিং প্লাটফর্ম সহজ। আজ (সোমবার) মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে করোনা মহামারী প্রতিরোধের অংশ হিসেবে টিকা নিবন্ধনের এই কার্যক্রম শুরু হয়েছে। “সুরক্ষার পথে বাংলাদেশ” নামে এই কর্মসূচীতে পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের সার্বিক সহায়তায় সহজ-এর এজেন্টরা নিয়োজিত রয়েছে। বাস ড্রাইভার ও হেলপাররা নিজ নিজ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নিয়ে আসলেই এই সুবিধা নিতে পারবেন।

সারাদেশে করোনা মহামারি প্রতিরোধ কর্মসূচীর আওতায় সরকার নীতিমালা নিয়েছে যে টিকা না দেয়া থাকলে পরিবহন শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যেতে পারবে না। অথচ তথ্য অনুযায়ী, ৫০ শতাংশের অধিক পরিবহন শ্রমিক এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধনই করেননি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে অনলাইনে কিভাবে নিবন্ধন করতে হয় সেই সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞানের স্বল্পতা।

সহজ সর্বোপরি ১০০+ বাস অপারেটরকে সাথে করে সরকারের কোভিড-১৯ সুরক্ষা নীতিমালা কঠোরভাবে মেনে আসছে। এমতাবস্থায়, পরিবহন ব্যবস্থার কল্যাণে কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের অস্থায়ী বুথ নিয়ে এগিয়ে এসেছে সহজ। এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য বাস ড্রাইভার এ হেলপাররা খুব সহজে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

সহজ-এর হেড অফ মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিকস গ্রেস কান্তা সরকার এ প্রসঙ্গে বলেন, “আমরা শুরু থেকেই চেয়েছি বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে যেতে। সে লক্ষ্যেই পরিবহন নিরাপত্তাকে আমরা আমাদের মূল ভীত হিসেবে আখ্যায়িত করি। আমরা আমাদের টেক প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় যাত্রীদের কোভিড-১৯ বীমাসহ অন্যান্য আরও বীমা সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় টিকেট ডেস্টিনেশন হিসেবে সহজ-এর উপর দায়িত্ব বর্তায় পরিবহন ব্যবস্থার কল্যাণে সরকারের সঙ্গে করোনা মহামারী প্রতিরোধে কাজ করা। সে সুবাদেই আমাদের এই উদ্যোগ, “সহজ: সুরক্ষার পথে বাংলাদেশ”।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুরক্ষার পথে বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ