পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট পূজা উদযাপন কমিটি আয়োজিত সরস্বতী পূজায় অংশগ্রহণ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে তিনি সুপ্রিম কোর্ট শহিদ শফিউর রহমান মিলনায়তনে যান পূজা উদযাপনের জন্য। তিনি এ সময় সেখানে উপস্থিত সকলের খোঁজ-খবর নেন এবং সকলের সঙ্গে পূজা উদযাপন করেন। পূজা-অর্চনার সময় হিন্দু ধর্মের প্রায় তিন শতাধিক পূজারি সঙ্গে ছিলেন। সরস্বতী পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হয় পূজা অর্চনা এবং অঞ্জলি প্রদান। এ মহোৎসবের বিশেষ আকর্ষণ ছিল মঞ্চে একটি প্রতিমা ও বক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, বিশ্বজিৎ রায় প্রমুখ। বাণী অর্চনা, বিদ্যার দেবী সরস্বতী পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিন শতাধিক ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্থতে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।