Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঘের বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

খনার বচনে মাঘ মাসের বৃষ্টিকে প্রকৃতির জন্য খুব শুভ বলা হয়েছে। তবে মাঘ মাসের কন কনে শীতের বিকেলে হঠাৎ এক পশলা বৃষ্টিতে রাজধানীবাসীর জীবনে অনেকটা ভোগান্তি নিয়ে আসে। গতকাল বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার আগে কিছু সময় মুষলধারেই বৃষ্টি নামে। এ সময় অফিস ফেরত মানুষের খুবই ভোগান্তি পোহাতে হয়। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষেরা।

দেশের বিভিন্ন স্থানে দু-তিন দিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গিয়েছিল। এর মধ্যে বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তবে সেই পূর্বাভাসে ঢাকায় বৃষ্টির কোনো আভাস ছিল না। অথচ গতকাল মাঘের বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে।

সকাল থেকেই ঢাকার আকাশে হালকা মেঘ ছিল। তবে তুমুল বৃষ্টির আভাসের কথা কেউ হয়তো ভাবেননি। দুপুর গড়িয়ে বিকেল হতেই মেঘে ঢাকা পড়ে সূর্য। বিকেল ৩টার পর মেঘের আধিপত্য আরো বাড়ে। ৪টার দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে চার পাশ। তখন রাজধানীর মতিঝিল, মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। ৫টার দিকে মতিঝিল, গুলিস্তানসহ অন্যান্য স্থানেও তুমুল বৃষ্টি শুরু হয়। এ যেন শ্রাবণের অঝোর ধারা।

হঠাৎ বৃষ্টি নামায় দুর্ভোগে পড়ে নগরবাসী। পথে-ঘাটে থাকা মানুষ দৌড়ে কাছাকাছি শপিংমল, দোকানসহ যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। অনেকে নিরুপায় হয়ে ভিজেছেন মাঘের বৃষ্টিতে। বৃষ্টির তীব্রতা থাকায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সড়কে পানিও জমে যায়।

গত দু’দিনও ঢাকায় হালকা বৃষ্টি হয়েছে। এর মধ্যে ক্রমেই বাড়ছিল তাপমাত্রা। গতকাল সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাঘের বৃষ্টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ