Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারো চরদখলের মতো কেন্দ্র দখল করেছে ক্ষমতাসীনরা : রিজভী

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচনে চরদখলের মতো কেন্দ্র দখলের মহোৎসবের অভিযোগ করেছে বিএনপি। গতকাল এক জরুরী সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
তিনি বলেন, সারাদেশে স্থগিত হয়ে যাওয়া ৩১ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সেই পূর্বের ন্যায় যে তা-ব, বর্বরতা দেখছি, আজকেও (সোমবার) সেটির পুনরাবৃত্তি ঘটেছে। এই নির্বাচনে ক্ষমতাসীনরা ভোট চুরি-ডাকাতি নয়, বরং ব্যাপকভাবে চরদখলের মতো ভোট কেন্দ্র দখলের মহোৎসব চালাচ্ছে। এ থেকে নিশ্চিত যে, এই ভোটারবিহীন সরকার মানুষের ভোটাধিকার হরন করতে তাদের যে গণবিরোধী নীতি সেটা থেকে তারা সরে আসেনি।
গতকাল সোমবার স্থগিত হওয়া ভোট কেন্দ্রে এবং সমান ভোট পাওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পুনঃভোট হয়। ইসি কর্মকর্তারা জানান, ওই দিন স্থগিত হওয়া ৩৫০টি ও সমভোটে আটকে যাওয়া ৯৫টি কেন্দ্রে ভোট হয়।
দেশের সাড়ে চার হাজার ইউপির মধ্যে গত মার্চ-জুন পর্যন্ত ছয় ধাপে ৪০১৪টিতে ভোট হয়। ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ৬৫টি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৩৭টি, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ২৬টি, চতুর্থ ধাপে ৭ মে ৫৩টি, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩টি ও শেষ ধাপে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে শুরু হওয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দলের ‘সন্ত্রাসী’ কর্মকা-ের অবস্থা জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
বরিশাল, নোয়াখালী, ফেনী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নরসিংদী, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়ীয়া, নাটোর, পিরোজপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ, যশোরসহ বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট কেন্দ্র দখল, ধানের শীষ প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া, নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রিজভী আহমেদ।
তিনি অভিযোগ করে বলেন, প্রাপ্ত তথ্য হচ্ছেÑ সকাল থেকে যুবলীগ ও ছাত্র লীগের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারছে। বিভিন্ন স্থানে ধানের শীষ প্রার্থীদের এজেন্টদের মারদোর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এই বিষয়ে অভিযোগ করলেও কোনো অভিযোগ আমলে নেননি। এইসব দখলের সাথে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী শাসকগোষ্ঠির কুমতলবটাই পরিষ্কারভাবে আবারো ফুটে উঠেছে। কারণ আওয়ামী লীগ বরাবরই জনগণকেই সবচেয়ে বড় শত্রু হিসেবে টার্গেট করে, বিবেচনা করে। এই কারণেই প্রধানমন্ত্রী বলেছেন, কোনোভাবেই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেয়া হবে না।
আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, জনগণের প্রতিপক্ষ হয়ে একতরফা দলীয় নির্বাচন কমিশন গঠন করে ফের ক্ষমতায় যাওয়ার সাধ মিটবে না। জনগণ সেটি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে।
বর্তমান ‘ইসি’কে সরকারের ‘রাবার স্ট্যাম্প’ অভিহিত করে তিনি বলেন, এরা বিবেক দিয়ে চালিত নয়, তারা চাকরির লোভে আওয়ামী লীগ সরকারের তল্পিবাহক ও সেবাদাস হিসেবে কাজ করে যাচ্ছে। এদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আব্দুুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিরুল ইসলাম আলিম, মোরতাজুল করীম বাদরু, শাহ নেসারুল হক প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবারো চরদখলের মতো কেন্দ্র দখল করেছে ক্ষমতাসীনরা : রিজভী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ