Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ দেবে গেছে পদ্মা তীরের রাস্তা

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নগরীর পঞ্চবটি আই বাঁধের পশ্চিমে শেখেরচক এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের কোল ঘেঁষে নির্মিত ফুটপাত ও সাইকেল চালানোর রাস্তা গত শনিবার হঠাৎ করে ধ্বসে গেছে। এমন ধ্বসে আতংকিত নদী তীরবর্তী মানুষ।
গতকাল ধ্বসে যাওয়া এলাকা ঘুরে দেখা যায় লম্বালম্বী ভাবে এক শত ফুট রাস্তা ফুটপাত ধ্বসে পড়েছে। মাঝখানের বিদ্যুৎ পোলটিও ঝুকিপূর্ন। সংলগ্ন কয়েকটি বাড়িও ভেঙে পড়ার আশংকা করছে স্থানীয়রা। নদী তীরে বায়ুসেবনকারী ও সাইকেল চলাচলের উপযোগী করে পঞ্চবটি হতে আলুপট্টি পর্যন্ত রাস্তা নির্মাণ করে সিটি কর্পোরেশন। বর্ষায় নদীতে পানি বাড়ার কারণে কিছুদিন কাজ বন্ধ থাকলেও পানি কমে যাবার পর নির্মাণ কাজ শেষ হয়। সিটি কর্তৃপক্ষের এমন কাজ নগরবাসীর প্রশংসা কুড়িয়েছিল। সকাল বিকেল এপথে হাজারো মানুষ চলাচল করে। হঠাৎ করে সেই রাস্তার কিছু অংশ দেবে গেছে। হঠাৎ কেন ধ্বস নামল সে প্রশ্নের উত্তর মেলেনি। স্থানটিতে নদীর পানিও রয়েছে অনেক নীচে শান্ত অবস্থায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন। রাস্তা দেবে গেলেও নদী তীর রক্ষা ম্যাট্রেসিং ঠিক রয়েছে। তারা বলছেন আতংকের কিছু নেই। কিন্তু তাদের কথায় শংকা কাটছেনা নদী তীরবর্তী মানুষের। আলোচনায় চলে আসছে। ক’বছর আগে দরগাপাড়া এলাকায় হঠাৎ এমন ভাঙনে বেশ ক্ষতিগ্রস্ত হয়। গতবছর শহর রক্ষা বাঁধের মুল টি গ্রোয়েনের পশ্চিমে পুৃলিশ লাইন সংলগ্ন যা খুব শক্ত পোক্ত ভাবে বাঁধানো হয়েছিল সেটি হঠাৎ করে দেবে যায়। স্থানটি নারিকেল গাছের সারি দিয়ে সাজানো হয়েছিল। এ বছর সেথানে সংস্কার কাজ করা হয়েছে তড়িঘড়ি করে। প্রবীনরা বলছেন নদীর ভাবগতি বোঝা দায়। তলে তলে কোথায় যে কিভাবে ক্ষয়ে রয়েছে কে জানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হঠাৎ দেবে গেছে পদ্মা তীরের রাস্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ