Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাস্টমসে রাজস্ব কর্মকর্তা পদে ১৫৮ জনের পদোন্নতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

কাস্টমস বিভাগের ১৫৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবা-উল-সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার এনবিআরের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তাদের রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্তদের চলতি দায়িত্ব হিসাবে স্ব স্ব কর্মস্থলেই রাখা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। এর আগে গত ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর পৃথক আদেশে মোট ১৮৫ জন কর্মকর্তাকে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছিল এনবিআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ