পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু দেশে গণতন্ত্র আজ নির্বাসিত। আইনের শাসন নেই। ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল এর জন্য নয়। আইনের শাসন না থাকলে সুশাসন থাকে না, অগ্রগতি ব্যাহত হয়। এরশাদ গতকাল মুন্সীগঞ্জে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সাবেক প্রেসিডেন্ট এরশাদ আরো বলেন জাতীয় পার্টির সরকারের সময়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। কিন্তু এখন দেশে কি হচ্ছে সত্য কথা বলা যায় না, লেখা যায় না। তিনি বলেন দুঃখ হয় দেশের এ অবস্থা দেখে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোথায় চলে গেছে। জাতীয় পার্টির সরকারের সময়ে দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমিয়েছে। তিনি বলেন এখন দেশে চাকরি পেতে টাকা লাগে। তখন চাকরি পেতে টাকা লাগেনি। মেধার বিচারে চাকরি পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নেই। অস্ত্রের ঝনঝনানি হয়। মেয়েরা আজ অরক্ষিত। তাদের উপর নির্যাতন হয়। আমার উপর অনেক নির্যাতন হয়েছে, সহ্য করেছি মাথা নত করিনি, ভেঙ্গে পড়িনি। মানুষের সাথে ছিলাম সাহায্য করেছি গুম খুন করিনি। জনগণের ভালবাসা সাথে আছে তাই চলাফেরা করতে পুলিশ লাগে না। তিনি বলেন, সন্তান তুল্য দলকে কার হাতে তুলে দিব এই চিন্তায় ছিলাম। জি.এম কাদেররের উপর দায়িত্ব দিয়েছি। জাতীয় পার্টি আজ ঘুরে দাঁড়িয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পার্টির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব এ.বি.এম রুহুল আমীন হাওলাদার, শেখ মোঃ সিরাজুল ইসলাম, আলহাজ কলিমুল্লাহ। জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জি.এম কাদের বলেন, দেশে কার্যকর বিরোধী দল নেই। ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। ভারসাম্যহীনতায় দেশ চললে দেশে দুর্নীতি হয়, রাজনীতি থাকে না। বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য সংসদকে হাতে নিয়ে আইন, সংবিধান পরিবর্তন করেছে। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা, সমর্থন বাড়ছে। তিনি জাতীয় পার্টির নেতা কর্মীদের অন্যায়ের প্রতিবাদ করার এবং যারা বিগতদিনে দল থেকে চলে গেছেন তাদের দলে আসার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।