Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অথবা ডট কমে ‘সুপার কিচেন অফার’

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের জনপ্রিয় অনলাইন শপিংমল ‘অথবা ডট কম’ (িি.িড়ঃযড়নধ.পড়স) ক্রেতাদের জন্য ‘সুপার কিচেন অফার’ নিয়ে এসেছে। এ অফারের আওতায় ক্রেতারা রান্নাঘরে ব্যবহার্য বিভিন্ন সামগ্রী ক্রয়ে সর্বোচ্চ ৬৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। অথবা ডট কম-এর সিনিয়র ম্যানেজার (অপারেশন) আহসানুল আলম বলেন, অফারটির অধীনে ক্রেতারা অথবা ডট কমের মাধ্যমে বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্সে ৬ থেকে ৬৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া এ অফার চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। ভিশন, ফিলিপস, মিয়াকো, কিয়াম, প্যানাসনিক, শার্প, হিটাচি, এলজি, বাটারফ্লাইসহ বিশ্বের নামকরা ব্র্যান্ডের রাইস কুকার, বেøন্ডার, টোস্টার, ইলেকট্রিক কেটলি, রেফ্রিজারেটর, প্রেসার কুকার, স্যান্ডউইচ মেকার, মাইক্রোওয়েভ ওভেন, রুটি মেকার, কিচেন র‌্যাকসহ রান্নাঘরের যাবতীয় পণ্য অথবা ডট কম-এ পাওয়া যাচ্ছে। অফার চলাকালীন রোজ সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ০৯৬১৩-৮০০৮০০ নম্বরে ফোন করে এসব পণ্যের অর্ডার করা যাবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অথবা ডট কমে ‘সুপার কিচেন অফার’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ