পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মোহা. ইনামুল হক মাজেদী, গঙ্গাচড়া (রংপুর) থেকে : আর ২০ দিন পরে নতুন আলু ওঠবে। এই আশায় কৃষকের মনে এখন খুশির বন্যা। আগাম আলুর দাম বেশী। উৎপাদন খরচ কম। লাভ হবে বেশী। এই আশায় দিনভর ব্যস্ত সময় অতিবাহিত করছেন কৃষকরা।
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় আগাম আলু চাষে আগ্রহী হয়ে ওঠছে কৃষকরা। আগাম আলুতে খরচ কম মুনাফা বেশী। একদিকে যখন আলু লাগানোর জন্য ধুম পড়ে গেছে। ঠিক সেই সময়ে উপজেলার কিছু এলাকায় আগাম আলু ক্ষেতে পরিচর্যাসহ উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। তারা আশা করছেন, এ বছর আগাম আলু চাষে মুনাফা করতে পারবে। বর্তমানে পুরাতন আলু বিক্রি হচ্ছে জাত ভেদে ২৫ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। তাছাড়া আলু এখন বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে আলুর চাহিদা বেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।